রামপুরহাট: করোনা আবহে দু’বছর পর তারাপীঠে মা তারার রথযাত্রা দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ল। তারাপীঠে রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি থাকে না। এখানে রথে অধিষ্ঠাত্রী মা তারা।
এই রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল তার দিনক্ষণ এখন আর তেমন কারও মনে নেই। তবে মন্দিরের সেবাইত, সাহিত্যিক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই থেকে জানা যায়, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথের প্রচলন করেছিলেন। সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়েছিল। সেই রথেই আজও যাত্রা করা হয়। এদিন বিকেলে মা তারাকে মূল মন্দির থেকে বের করে রথে বসানো হয়। এরপর উপস্থিত হাজার হাজার পুণ্যার্থী রথের রশিতে টান দেন। সেবাইত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, প্রতি বছর মা তারাকে রথে বসিয়ে তারাপীঠ প্রদক্ষিণ করিয়ে সন্ধ্যা আরতির আগে মূল মন্দিরে আনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।