ডিজিটাল ডেস্কঃ ইতিমধ্যে মসজিদে লাউড স্পিকার ব্যবহার করা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। পক্ষে-বিপক্ষে বিভিন্ন মতামত সামনে আসছে। তার মধ্যেই এবার রাস্তা আটকে নামাজ পড়ার বিরোধিতা করলেন লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি তসলিমা নাসরিন(taslima nasrin) টুইট করে জানিয়েছেন, তিনি নামাজ পড়াকে সমর্থন করেন অবশ্যই। কিন্তু রাস্তা আটকে অসুবিধার সৃষ্টি করে যখন নামাজ পড়া হয়, তখন তিনি তা সমর্থন করেন না। খুব স্বাভাবিকভাবেই তসলিমা নাসরিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চর্চা। বরাবরই স্পষ্ট ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকেন তসলিমা নাসরিন। কার্যত তসলিমা নাসরিনের এই টুইট ঘিরে যে নতুন বিতর্ক সামনে আসতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।
আরও পড়ুনঃ ইউক্রেনের দুই ব্রিটিশ সেনা বন্দী রাশিয়ার হাতে, মুক্তির অভিনব শর্ত