পোর্টাল ডেস্ক: আইপিএলের টাইটেল স্পনসর এবার টাটা গ্রুপ। চিনা মোবাইল কোম্পানি ভিভোকে সরিয়ে টাটা গ্রুপই এবার আইপিএলের স্পনসর হতে চলেছে। ২০২২ সালের আইপিএলের মেগা অকশন ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে হতে চলেছে। তার আগেই আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে টাটা গ্রুপের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করেছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
টাইটেল স্পনসর হিসেবে ২২০০ কোটি টাকায় আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ ছিল ভিভো। কিন্তু গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর চুক্তি থেকে সাময়িকভাবে সরে যায় ভিভো। গত বৃহস্পতিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর টাটা গ্রুপকে টাইটেল স্পনসর করার সিদ্ধান্ত হয়। যদিও এখনও ভিভো টাইটেল স্পনসর থাকায় আপাতত প্রধান স্পনসর হিসেবে টাটা গ্রুপ থাকবে বলে জানা গিয়েছে।