ডিজিটাল ডেস্ক : মাত্র এক বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ফ্লোরিডার ট্ৰেলিন। তার শরীর জুড়ে ফুটে উঠেছে ট্যাটু আর অন্য রকম গয়নার সাজ। কিন্তু কী কারণ? জানা যাচ্ছে একরত্তির মা মরিস পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। ছোট্ট ছেলেকে তাই স্টাইল আইকন বানাতে তাঁর ছয় মাস বয়স থেকেই শরীরে ট্যাটু শুরু করেন মা। যদিও সবকটি ছিল নকল। ভিডিও ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার শিকার হন মরিস। অনেকে তাকে খারাপ মা বলে কটাক্ষ করেন। ট্ৰেলিনকেও সমালোচনা করতে ছাড়েননি অনেকে। যদিও মরিসের বক্তব্য- ৩০ সেকেন্ডের ভিডিও দেখে কাউকে বিচার করে উচিত নয়। এক শোতে এসে তিনি এও বলেন যে তার ছেলেকে যেন কেউ ভুল না বোঝেন। ফ্যাশন ডিজাইনার মরিস জানান, ছেলেকে অন্যদের থেকে আলাদা ভাবে বড়ো করতেই তাঁর এই পদক্ষেপ। হাজার সমালোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় এখন ট্ৰেলিনের ফলোয়ার্স ৩ লাখ এবং মায়ের সঙ্গে বাইরে বেরোলে এখন সকলের সাথে হাসিমুখে ছবিও তুলছে সে।
গাড়ির ছাদে চিতা, দিল পোজও, ভয় ভেঙে দেদার ছবি তুললেন পর্যটকরা
নিউজ ব্যুরো: সত্যজিৎ রায়ের কালজয়ী বাংলা সিনেমা 'গুপি গায়েন বাঘা বায়েন' দেখেননি এমন মানুষ হয়তো বিরল। গ্রাম ছাড়া হওয়ার পর...
Read more