বিন্নাগুড়ি: বিন্নাগুড়ি সেনা ছাউনির জিওসি ২০ মাউন্টেনের উদ্যোগে ২৪ মার্চ বিশ্ব টিবি দিবস উপলক্ষ্যে সচেতনতা শিবির করা হল। বুধবার সকাল ১১টা থেকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি সেনা ছাউনির ৩২০ ফিল্ড হাসপাতালের মেডিকেল অফিসার মেজর এপিসিং, সুবেদার মেজর রাকেশ কুমার, সুবেদার ডিএস সম্পত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ভিআরপি সুপারভাইজার মুকেশ গিরি সহ অন্যান্যরা।
৩২০ ফিল্ড হাসপাতালের মেডিকেল অফিসার মেজর এপিসিং জানান, টিবি হলে ভয়ের কিছুই নেই। সচেতনতাই যে টিবি থেকে বাঁচার উপায় সেটাই শিবিরে থাকা স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে জানানো হল। এছাড়া টিবির প্রাথমিক কী কী লক্ষণ, সেই সব লক্ষণ দেখা দিলে কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। সকলের মিলিত প্রয়াসেই টিবি মুক্ত ভারত গড়া যাবে।
আরও পড়ুন : চালসায় মিড-ডে মিল চেখে দেখলেন পুলিশ আধিকারিক