হাসিমারা : করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন চলছে। প্রশাসনের তরফে লকডাউন মেনে চলার জন্য চেষ্টাও চলছে। কিন্তু লকডাউন উপেক্ষা করেই কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে দিনরাত মদের আসর বসছে। বাগানের চণ্ডালচক ও সংলগ্ন এলাকায মদের আসরে ভিড় জমাচ্ছে বাগানের কিছু বাসিন্দা। সেই আসর চলছে রাত পর্যন্ত।
বাগানের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয কিছু যুবক গোপনে মদের জোগান দিচ্ছে। মদ্যপানের জন্য গোপন ডেরাও তৈরি হয়েছে। সেখানে মদ্যপানের পর শ্রমিক মহল্লায় এসে মাতলামি করা হচ্ছে। কিছু বাড়িতে হাঁড়িয়া তৈরি হচ্ছে। এছাড়া, চোরাপথে ভুটানি মদ ঢুকছে বাগানে।
বাগানের বাসিন্দা প্রমোদকুমার পান্ডে বলেন, ‘লকডাউনের সময় মদ্যপান করতে ভিড় করছে অনেকে। সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। একবার বাগানে কেউ করোনায় আক্রান্ত হলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, সেটা এরা ভাবতেই চাইছে না। প্রশাসনের অবিলম্বে মদের ঠেক বন্ধ করতে কড়া পদক্ষেপ করা দরকার। বাগানের কিছু যুবক শ্রমিকদের দিনরাত সচেতন করছেন। কিন্তু মদ্যপরা সাবধানবাণী শুনতে নারাজ।’
বাগান সূত্রে জানা গিয়েছে, যারা বাগানে মদ বিক্রি করছে তারা চোরাপথে বাইরে থেকে মদ আনছে। এলাকার পঞ্চায়েত সদস্য ইসদোর খাড়িযা বলেন, ‘আমরা বাগানে সামাজিক দূরত্ব বজায রাখতে ও মদ বিক্রি থেকে বিরত থাকতে বাসিন্দাদের বাড়ি বাড়ি গিযে সতর্ক করছি। বাগানের সর্বত্র মাইকিং করে করোনা নিযে লাগাতার প্রচার করছি। এরপরেও মদের আসর বন্ধ না করলে আমরা কড়া ব্যবস্থা নেব। বিষযটি হাসিমারা ফাঁড়ির পুলিশকেও জানানো হবে।’ কালচিনির বিডিও ভূষণ শেরপা বলেন, ‘যারা লকডাউন না মেনে মদ্যপানের মতো অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।’
ছবি- মধু চা বাগান
তথ্য ও ছবি- সমীর দাস