ধূপগুড়ি: বিশেষভাবে সক্ষম তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এমন অভিযোগে শনিবার স্কুলে ঢুকে ওই পার্শ্বশিক্ষককে জুতো দিয়ে পেটালেন স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার আত্মীয়-স্বজনরা। এদিন ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি(Dhupguri) ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মহিলা পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। পরিবার সূত্রের খবর, গরমের ছুটির আগে ওই নাবালিকা নিয়মিত স্কুলে যেত। কিন্তু স্কুল খোলার পর সে স্কুলে যেতে চাইছে না। গত বৃহস্পতিবার পরিবারের লোকজন নাবালিকার এক সহপাঠীর কাছ থেকে যৌন হেনস্তার কথা জানতে পারে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ ছড়ায়। এরপর এদিন স্কুলে ঢুকে অভিযুক্ত শিক্ষককে জুতো দিয়ে পেটান স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার আত্মীয়-স্বজনরা। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বলেন, ‘অভিযুক্তকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হচ্ছে। ধূপগুড়ি থানার পুলিশ তদন্ত করছে।
ছাগল খেতে গিয়ে বিপত্তি, বেড়ায় আটকে গেল চিতাবাঘ, খাঁচাবন্দি করে নিয়ে গেল বনদপ্তর
গয়েরকাটাঃ বানারহাট থানার তেলিপাড়ার কালুয়া কলোনীতে প্রায়শই লেগে থাকে হাতির হানা। এদিন ওই এলাকায় প্রবীন বাসিন্দা শ্যামসুন্দর রাও এর মেয়ে...
Read more