গোয়ালপোখর: চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিক্ষকের। শনিবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপারা ঘরধাপ্পা ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃতের নাম রিজওয়ান আহমেদ খান (৪০)। বাড়ি কিশনগঞ্জের(Krishanganj) বনবাড়ি এলাকায়। তিনি কিশনগঞ্জের উম্বি খোলা বনবাড়ি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এদিন রিজওয়ানবাবু ইসলামপুর থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পাঞ্জিপারা ঘরধাপ্পা এলাকায় চার চাকার গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়। গোয়ালপোখর থানার পুলিশ জানিয়েছে, তাঁর মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পরই চালক পলাতক। পুলিশ সব কিছু খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ দেড় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ছটপুজোর সূচনা গয়েরকাটায়