ফরাক্কা: বাড়ি থেকে বাইকে করে স্কুল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাহেবনগর হাইস্কুলের ভূগোলের শিক্ষক লতিফুর কবীরের (৪৯)। বাড়ি সামশেরগঞ্জ থানার ভাসাইপাইকর অঞ্চলের দক্ষিণ অন্তরদিপা গ্রামে। এদিন সকালে নিজের বাইকে চড়ে স্কুল যাওয়ার পথে পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তায় একটি ডাম্পার তাঁকে আচমকাই ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। মৃত লতিফুরের স্ত্রী এবং দুই পুত্র সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
চাকরি পাবেন ববিতা, আশায় প্রহর গুনছে মেখলিগঞ্জের স্কুল
মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ (Mekhliganj) ইন্দিরা গার্লস হাইস্কুলে প্রায় ৪১ মাস চাকরি করেছেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী। অভিযোগ...
Read more