ডিজিটাল ডেস্ক: এবার ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। কার্যত ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, স্নাতক স্তরে পড়ুয়ার তুলনায় শিক্ষকের হার কমানো হবে। আর তারপরেই মাথায় হাত তামাম শিক্ষক মহলের। সূত্রের খবর, পেশাগত শিক্ষার ক্ষেত্রে এবার থেকে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করার কথা উল্লেখ করেছে ইউজিসি। প্রসঙ্গত ২০০৮ সালে ইউপিএ সরকার ওবিসির জন্য ২৭% সংরক্ষণের নীতি চালু করে। তারপর থেকে শিক্ষক পড়ুয়ার অনুপাত দাঁড়ায় ১:১৮। এতদিন পর্যন্ত এই অনুপাতেই শিক্ষাব্যবস্থা চলে আসছে। কিন্তু এবার সেই নিয়মে বদল আনতে চলেছে ইউজিসি। কার্যত জানা গিয়েছে সমাজবিদ্যায় শিক্ষক পড়ুয়ার হার ১:৩০ করা হবে। বিজ্ঞানে ১:২৫ এবং বাণিজ্য বিভাগ ও অন্যান্য বৃত্তিমূলক বিভাগে ১:৩০ করা হবে। তবে নিয়ম বলবৎ করার আগে সংশ্লিষ্ট বিভাগগুলির মতামত জানতে চাওয়া হয়েছে। আর সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই নিয়ম কার্যকর হলে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে শিক্ষক ছাঁটাইয়ের কাজ শুরু হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, পড়ুয়াদের তুলনায় যদি শিক্ষকের সংখ্যা কমে যায় তাহলে অবধারিতভাবে শিক্ষকের ওপর চাপ পড়বে। পাশাপাশি পড়াশোনার মান পড়বে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন : জেড ক্যাটাগরির নিরাপত্তার প্রস্তাব আসাদউদ্দিন ওয়েইসিকে