ফালাকাটা: গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ। পড়ুয়ারা কী বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে? এবার এসব ব্যাপারে খোঁজ খবর নিতে পড়ুয়াদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন শিক্ষকরা। শনিবার ফালাকাটা শহরের পারঙ্গেরপার শিশু কল্যাণ হাইস্কুলের শিক্ষকদের একাংশ পড়ুয়াদের বাড়ি বাড়ি যান। কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। আর এভাবে শিক্ষকরা বাড়ি আসায় অদিতি, ঐন্দ্রিলা, রক্তিমদের মতো পড়ুয়ারা যেন পড়াশোনা নিয়ে আরও বেশি ‘সিরিয়াস’। কারণ, প্রধান শিক্ষকও পড়ুয়াদের খোঁজ নিচ্ছেন। শিক্ষকদের এই ভূমিকায় অভিভাবকরা খুশি। গ্রীষ্মের ছুটিতেও যে বই পড়তে হবে, পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে সেই বার্তা দিতেই এরকম উদ্যোগ বলে শিক্ষকরা জানিয়েছেন। প্রধান শিক্ষক ডঃ প্রবীর রায় চৌধুরি জানান, স্কুল বন্ধ থাকাকালীন সময়ে মাঝেমধ্যেই এভাবে পড়ুয়াদের বাড়ি যাওয়া হবে।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজারের বদলির দাবিতে বিক্ষোভ
কালচিনি: রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার (State Power Distribution Company) কালচিনির (Kalchini) স্টেশন ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিক্ষোভ দেখালেন কালচিনি শাখায়...
Read more