রায়গঞ্জ: লাগাতার বেড়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। তার প্রভাব পড়েছে মধ্যবিত্তের সংসারে। তারই প্রতিবাদে শনিবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে অবস্থান বিক্ষোভে শামিল হন শিক্ষকরা। এদিন রায়গঞ্জ শহরের নেতাজি সুভাষ রোডে পেট্রোল পাম্পের উলটোদিকে বিক্ষোভে শামিল হন তাঁরা। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, অনিমেষ বিশ্বাস সহ অন্যরা।
গৌরাঙ্গবাবুর কথায়, বর্তমানে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে পেট্রোল, ডিজেলের দাম। যার প্রভাবে স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধি ঘটেছে কাঁচা সবজি, আনাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর। এছাড়াও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের জেরে সরাসরি তার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের হেঁশেলে। ফলে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতেই মূলত এদিনের অবস্থান-বিক্ষোভ। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য দেশের তুলনায় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। এমনটা চলতে পারে না।