চোপড়া: শিক্ষিকার অশালীন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল চোপড়ায়। এদিন ওই শিক্ষিকাকে স্কুল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পড়ুয়ারা চোপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে এসে পড়ুয়াদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। চোপড়ার ওই স্কুলের প্রধান শিক্ষিকার বক্তব্য, ওই শিক্ষিকা জানিয়েছেন তাঁর একটি ভুয়ো ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়েছে। ইতিমধ্যে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ হওয়ায় এই মুহূর্তে আর কিছু জানাতে চাননি স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল সূত্রে জানা গেছে, এদিন পড়ুয়ারা স্কুলে এসে বিষয়টির সত্যতা খতিয়ে দেখার আর্জি জানিয়েছে।
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে মিছিল
ফুলবাড়ি: অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রবিবার প্রকাশ্যে এল মাথাভাঙ্গা (Mathabhanga)-২ ব্লকের ফুলবাড়িতে। দলের ফুলবাড়ি অঞ্চল সভাপতি বিনয় বর্মনকে...
Read more