পার্ল : বিরাট কোহলির সত্যিই ভূমিকা বদলেছে। গত সাত বছর ধরে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে সতীর্থদের পেপটক দিতেন তিনি। দলকে চাঙ্গা করার দায়িত্বও সামলাতেন তিনি।
সোমবার পার্লের বোলান্ড পার্কে টিম ইন্ডিয়ার ওয়ান ডে অনুশীলনের শুরুতে দেখা গেল বিরল দৃশ্য। বক্তার ভূমিকায় কার্যনির্বাহী অধিনায়ক লোকেশ রাহুল। আর উৎসুক শ্রোতা কোহলি। যে ছবি সোশ্যাল দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নতুন শুরুর ভাবনা নিয়ে আজ টিম ইন্ডিয়ার অনুশীলনও শুরু হয়েছে। বুধবার সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের আগে অধিনায়ক রাহুল ও কোচ রাহুলের হাতে সময়ও বেশি নেই।
কিন্তু তার মধ্যেও বারবার ঘুরে আসছে কোহলির নেতৃত্ব ছাড়ার বিষয়টি। আজকের সাংবাদিক সম্মেলনের একটা বড় সময় ছিল কোহলিময়। যা নিয়ে যশপ্রীত বুমরাহর জবাব, বিরাট কেন নেতৃত্ব ছেড়েছে, জানি না। সিদ্ধান্তটা ওর ব্যক্তিগত। কেপটাউন টেস্ট হারের পর টিম মিটিংয়ে আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল ও। আমরা এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। তাছাড়া ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই রয়েছে বিরাট। অধিনায়ক না হলেও ও নেতাই থাকবে। আর ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।
অন্যদিকে, বড় কোনও অঘটন না হলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টি২০ সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন রোহিত শর্মা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সূত্রে খবর, রোহিত এখন প্রায় ফিট হয়ে উঠেছেন। ঘরের মাঠে ক্যারিবিয়ান সিরিজ শুরু হওয়ার কথা ৬ ফেব্রুয়ারি। আহমেদাবাদে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন, এমনটাই মনে করা হচ্ছে।