কলকাতা : ইঙ্গিত আগেই ছিল।
অপ্রত্যাশিত কিছু ঘটল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন ঋদ্ধিমান সাহা। বঙ্গতনয়ে কেরিয়ারকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে লুক ফরোয়ার্ড নীতিতে অগ্রাধিকার অন্ধ্রপ্রদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান কোনা শ্রীকর ভরতকে।
লুক ফরোয়ার্ড নীতিতে ছাঁটাইয়ের তালিকায় আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মাও। দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতার পর রাহানে-পূজারাকে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শে রনজি খেলার সিদ্ধান্ত নেন রাহানে-পূজারা। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রনজি কামব্যাকে সেঞ্চুরিও পান রাহানে।
যদিও চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি রাহানেকে আরও পরখ করার মুডে। পূজারার ক্ষেত্রেও পরীক্ষার মঞ্চ আপাতত ঘরোয়া ক্রিকেটই। আর যে চ্যালেঞ্জে ধারাবাহিকতা, বড়সড় সাফল্য একমাত্র বিচার্য। তারপরও থাকছে তারুণ্যের তেজ, ভবিষ্যতের ভাবনার বিষয়টি। অবশ্য একঝাঁক উঠতি পেসারের মাঝে ঈশান্ত আদৌ আর ডাক পাবেন কি না বলা কঠিন।
ঋদ্ধিমানদের জন্য দরজা বন্ধ হচ্ছে না, এমনই আশ্বাস দিচ্ছেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। বলেন, দীর্ঘদিন ধরে ওরা দেশের হয়ে খেলেছে। ভবিষ্যতেই বা না কেন? আজিঙ্কা গতকাল সেঞ্চুরি করেছে। প্রতি ক্রিকেটারের কেরিয়ারে আপ-ডাউন থাকে। কাউকে চিরতরে বাতিলের তালিকায় ফেরা চলে না। ওদের (ঋদ্ধিমানরা) বলেওছি এই দুটো টেস্টে ওদের কথা ভাবা হচ্ছে না। চারজনকেই রনজি খেলার পরামর্শ দেওয়া হয়েছে।
১৮ জনের ঘোষিত দলে কামব্যাক ঘটেছে রবীন্দ্র জাদেজার। রবিচন্দ্রন অশ্বীনকে রাখা হয়েছে ফিটনেস-শর্তে। জয়ন্ত যাদব, হনুমা বিহারী, কুলদীপ যাদবদের ভিড়ে চমক নতুন মুখ সৌরভ কুমার। উত্তরপ্রদেশের বাঁহাতি আনঅর্থডক্স স্পিনার। ব্যাটের হাতও ভালো। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে সাফল্যের পুরস্কার প্রথমবার জাতীয় দলে ডাক। প্রত্যাশিতভাবে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। টি২০, ওডিআইয়ের পর টেস্ট, অধিনায়ক রোহিতের বৃত্ত এদিন সম্পূর্ণ হল।
নির্বাচক কমিটির প্রধান যে প্রঙ্গে বলেন, ভারতের নম্বর ওয়ান ক্রিকেটার রোহিত। ওর মতো ক্রিকেটারের অধিনায়কের দায়িত্ব পাওয়া স্বাভাবিক। তিন ফর্ম্যাটে নিয়মিত খেলে। বাড়তি দায়িত্ব, শারীরিক ধকলের দিকেও আমাদের নজর থাকবে। পাশাপাশি রোহিতের তত্ত্বাবধানে আমরা পরবর্তী অধিনায়ককে তৈরির বিষয়ে গুরুত্ব দেব।
টি২০ দলেও কামব্যাক ঘটেছে রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যাম,নের। দুজনেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ফিট হওয়ায় ফের ডাক। টানা ক্রিকেটের ধকলের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শার্দুল ঠাকুরকে। টি২০ সিরিজে নেই বিরাট কোহলি, ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচেও বিশ্রাম দেএয়া হয়েছে দুজনকে। বিশ্রাম পুরো শ্রীলঙ্কা টি২০ সিরিজে।
টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্র অশ্বীন (ফিটনেস-শর্তে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।
টি২০ দল : রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুযবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।