হরিশ্চন্দ্রপুর, ১৮ সেপ্টম্বর: বিয়ের জন্য কিশোরীকে অপহরণ করে জোর করে বাড়িতে আটকে রেখেছিলএক যুবক। বুধবার ওই কিশোরীকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায়। কিশোরীকে অপরহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবক ও তার মাকে। তাদের নাম মুন্না মিয়া ও দুলালি বিবি। এদিন কিশোরীকে চাঁচল মহকুমা আদালতে তোলার পর হোমে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে তিনদিন আগে মুন্না রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতেই লুকিয়ে রাখে। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন কিশোরীর বাবা। ওই ঘটনার অভিযুক্ত মুন্নার বাবা পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস।