রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বালিয়াপাড়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের উপরে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শুভজিৎ সরকার (১৩)। বাড়ি রায়গঞ্জ শহরের বন্দর সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনি এলাকায়। রায়গঞ্জ শহরের উকিল পাড়া এলাকার রামকৃষ্ণ বিদ্যাভবনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ ওই কিশোরের জেঠু উত্তম সরকার ভুটভুটি করে রায়গঞ্জ থেকে ঘর রং করার সামগ্রী নিয়ে মালদার কালিয়াচকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এদিন সকাল ৯টা নাগাদ বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের। জখম হয় ওই কিশোরের জেঠু ভুটভুটি চালক উত্তম সরকার। ঘাতক লরিটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। ইটাহার থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পড়ুয়া! উদ্ধার সুইসাইড নোট