টোটগাঁও: তিস্তার ভাঙনে নাভিশ্বাস উঠতে শুরু করেছে পশ্চিম টোটগাঁওবাসীর। নদী এবং গ্রামের জনবসতির মাঝে দূরত্ব মাত্র ১৫ মিটারে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বর্ষায় ফুলেফেঁপে ওঠা তিস্তা ক্রমশ গ্রামের দিকে এগোতে শুরু করেছে। পাহাড় বা সমতলে ভারী বৃষ্টি হলে যেকোনও মুহুর্তে অন্তত ৬টি বাড়ি তিস্তার গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। নদী ভাঙনের হাত থেকে গ্রাম রক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বুধবার দুপুর থেকে এলেনবাড়ি চা বাগানের (Tea Garden) গেটের সামনে রিলে অনশন শুরু করেছেন ৫ জন গ্রামবাসী।
এদিকে গোর্খা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র তরফে রিলে অনশন মঞ্চে বসে সংগঠনের সভাপতি ভীম প্রসাদ শর্মা বলেন, ‘গত কয়েক বছর ধরে একাধিকবার ব্লক, মহকুমা ও জেলা প্রশাসনের পাশাপাশি এলাকার বিধায়ক ও সাংসদের কাছে স্মারকলিপি জমা দিয়ে এই এলাকায় বাঁধ নির্মানের দাবি জানানো হলেও আজও তা বাস্তবায়িত হয়নি। কারও প্রতি আমাদের বিরূপ মনোভাব নেই। তবুও প্রতিবার প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছুই জোটেনি আমাদের ভাগ্যে। সম্প্রতি ভাঙন পরিস্থিতি যে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে তাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েই আমরা রিলে অনশন শুরু করেছি।’
মালের বিডিও শুভজিত দাশগুপ্ত বলেন, ‘সেচ দপ্তরের তরফে টোটগাঁওয়ে প্রায় আড়াই কিমি দীর্ঘ বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই সংক্রান্ত নির্মাণ পরিকল্পনা ও এস্টিমেট আর্থিক অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হয়েছে। প্রায় ৯ কোটি টাকার এই পরিকল্পনা খুব শীঘ্রই অনুমোদন পাবে।’