হায়দরাবাদ: অবৈধভাবে বসবাসের অভিযোগে ধরা পড়ল ৪০ জন বিদেশি নাগরিক। তেলঙ্গনার রঙ্গা রেড্ডি জেলায় প্রত্যেকে অবৈধভাবে বসবাস করছিল বলে অভিযোগ। প্রত্যেকের ভিসা মেয়াদ উত্তীর্ণ ছিল বলে পুলিশ সূত্রে খবর। অবৈধভাবে বসবাসের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি রয়েছে।
সম্প্রতি অবৈধভাবে বসবাসের অভিযোগে মুম্বইয়ের ভিওয়ান্ডি এলাকা থেকে ৪০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিওয়ান্ডির ডিসিপি জানান, ওই ৪০ জন বাংলাদেশি জাল নথি নিয়ে এদেশে এসেছিল। তারা ভিওয়ান্ডি এবং বাইরের বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।