হায়দরাবাদ : দেশের প্রথম রাজ্য হিসাবে লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বাড়াল তেলেঙ্গানা। সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, “মন্ত্রীসভার বৈঠকে ৭মে অবধি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কড়া হাতে লকডাউন কার্যকর করা হবে। ফুড ডেলিভারি অ্যাপগুলিও কাল থেকে বন্ধ থাকবে। ৫ মে পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত সপ্তাহে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন। তবে তার ঘোষণার পর এই প্রথম কোন মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, এর আগে ১৪ এপ্রিল অবধি লকডাউন বাড়ানোর ক্ষেত্রে তেলেঙ্গানাই প্রথম উদ্যোগ নেয়।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ওয়ারাঙ্গাল, সিদ্দিপেত, ওয়ানাপার্থি ও ইয়াদ্রাদি-ভাদ্রাদি-এই চারটি জেলা করোনা মুক্ত। রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫৮। মৃতের সংখ্যা ২১। তবে রাজ্যে সংক্রমণ ছড়ানোয় রাশ টানা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। পরীক্ষার হারও অন্যান্য রাজ্যের তুলনায় বেশি বলে জানান কেসিআর।
তিনি বলেন, “রাজ্যে ৮৭ লক্ষ র্যাশন কার্ড হোল্ডারকে দ্বিতীয় মাসের জন্য ১২ কেজি র্যাশন ও ১৫০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিক, যাদের পরিবার তেলেঙ্গানায় আছেন, তাঁদেরও ১২ কেজি র্যাশন ও ১৫০০ টাকা দেওয়া হবে। পুলিশকর্মীদের বেসিক পে ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতকর্মীদেরও পুরো বেতন দেওয়া হবে। কেন্দ্র সোমবার থেকে কিছু পরিষেবায় যে ছাড়ের কথা ঘোষণা করেছে, তা এই রাজ্যে কার্যকর করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”