উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকা অনুষা শেঠির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল অভিনেতা নাগা শৌর্য। রবিবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তাঁরা। বেঙ্গালুরুতে(Bangalore) তাঁদের বিয়ের আসর বসেছিল। তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নাগা। অন্যদিকে অনুষা পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার। বিয়ের দিন নাগার পরনে ছিল সাদা শার্ট ও ধুতি। লাল রঙের শাড়ি পরেছিলেন অনুষা। অভিনেতার বিয়েতে, দক্ষিণ ভারতীয় খাবারই পরিবেশন করা হয়। নাগা শৌর্যের বিয়ের হলের সাজানোও সবার নজর কাড়ে।
প্রসঙ্গত, নাগা শৌর্যের দুটি ছবিই আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। কৃষ্ণ বৃন্দ বিহারী ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল।