কলকাতা: রাজ্যজুড়ে জাঁকিয়ে বসল শীত। মঙ্গলবার কলকাতায় সামান্য কমল তাপমাত্রা। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। এদিকে, কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। চলতি সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কোনও কোনও জেলায় পারদ আরও নিম্নমুখী। এদিকে, কনকনে ঠান্ডা পাহাড়ে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের ৮.৫, শিলিগুড়িতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতেও নামছে পারদ। পুরুলিয়ায় ১০.৪ ডিগ্রি, পানাগড়ে ৯.৪ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।