কলকাতা: ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের আমেজ। রবিবার ভোর থেকে কুয়াশাচ্ছন্ন শহর। তবে শনিবার থেকেই ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। এদিনও ঠাণ্ডার আমেজ রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই সপ্তাহেই শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নামতে পারে।
শনিবার শহরের তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার সর্বাধিক ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৩ এবং ৫২।