শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ বিজেপি যুব মোর্চার তরফে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। শহরে বেড়ে চলা অপরাধমূলক কাজের প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার তরফে একটি মিছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। কিন্তু মিছিলটি মহকুমা শাসকের দপ্তরে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। ভেঙে দেওয়া হয় ব্যারিকেডও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমসিম খেতে হয়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
- Advertisement -