তুফানগঞ্জ, ১২ নভেম্বরঃ তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ-১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। এদিন ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করে তৃণমূল কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। এদিন সকালে তৃণমূল কর্মীরা তাদের কার্যালয়ে গিয়ে দলীয় পতাকা ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, কার্যালয়ে লাগানো সুইচ বোর্ডটিও ভাঙা ছিল। এরপরই তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে বাজারে মিছিল শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগের তির উঠেছে বিজেপির দিকে। এই বিষয়ে চিলাখানা ২ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কমলেশ সরকার জানান, বিজেপির পায়ের তলার মাটি সরে যাওয়াতেই তারা এমন কাজ করছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন নতুন বাজারে একটি মিছিল করা হয়। এছাড়াও তুফানগঞ্জ থানার পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে। বিজেপি নেতা দিলিপ বর্মন জানান, এই ঘটনা সম্পূর্ণ সাজানো। বিজেপি কর্মীদের দমিয়ে রাখতেই এই পথ বেছে নিয়েছে তৃণমূল।