জলপাইগুড়ি: নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশের হাতে আটক আদি তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়। যা ঘিরে বুধবার ধুন্ধুমার পরিস্থিতি জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস চত্বরে।
মঙ্গলবার মলয়বাবু নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে আটকে দেয় পুলিশ। গতকাল করোনাবিধি ভঙ্গ এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। এরপর সেখানে থেকে মনোনয়ন না দিয়েই ফিরে আসেন মলয়বাবু। বুধবার বেলা ১১টা নাগাদ প্রথমে মলয়বাবুর আইনজীবী পার্থ চৌধুরী মহকুমা শাসকের অফিসে যান। পরে মলয়বাবু মনোনয়ন জমা দিতে মহকুমা শাসকের অফিসে পৌঁছোলে পুলিশ তাঁকে আটক করে। অন্যদিকে, মলয়বাবুর বিরুদ্ধে ঘটনার পর পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন তাঁকে আটক করেছে বলে খবর।
আরও পড়ুন : যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ আধিকারিক