ডিজিটাল ডেস্ক: মহিলাদের জন্য এখন কোন জায়গাই নিরাপদ নয়। যে কোন জায়গাতেই নিগৃহীত হওয়ার সম্ভাবনা ষোলআনা। এবার সরকারি হাসপাতালে নিরাপত্তারক্ষীর হাতে নিগৃহীত হলেন রোগীর আত্মীয়। ঘটনাটি ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার কামারহাটি (Kamarhati) এলাকায়।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে শ্যামনগর বটতলা এলাকার বাসিন্দা অঞ্জলি সিং তাঁর এক অসুস্থ আত্মীয়কে নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আসেন। সে সময় অঞ্জলি সিং দেখতে পান, সেখানে কর্মরত নিরাপত্তা রক্ষী বাইরে দাঁড়িয়ে থাকা এক অসুস্থ ব্যক্তির স্ত্রীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে চলেছে। তারই প্রতিবাদ করেন অঞ্জলি। আর এর পরেই অঞ্জলীকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।
অবশ্য এই অভিযোগ মানতে নারাজ হাসপাতালের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক। তিনি বিষয়টিকে ছোট ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অঞ্জলি সিং এবং তাঁর পরিবার কামারহাটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, ফোন মারফত কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছেও এই ঘটনার কথা পৌঁছেছে।
তিনি ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তের শাস্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় সাগর দত্ত হাসপাতাল চত্বর এলাকায় আজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে জানা গিয়েছে, পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছে।