ডিজিটাল ডেস্ক : রাজস্থানে(Rajasthan) দুই দলের সংঘর্ষে কার্যত অশান্তির আগুন ছড়িয়ে পড়ল। সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, রাজস্থানের ভারতপুর জেলায় সাকরাউরা গ্রামে কুমহের এলাকায় দুই দলের সংঘর্ষের ফলে কার্যত ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়। দুই দলের মধ্যেই চলে গোলাগুলি। আর এই গোলাগুলির মধ্যে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ভরতপুর পুলিশ সূত্রে।
পুলিশের কাছ থেকেই জানা গিয়েছে, ভরতপুর জেলার সাকরাউরা গ্রামের কুমহের এলাকায় সমুন্দর এবং লখনের দুটি দল আছে। এই দুই দলের মধ্যে হঠাৎই শুরু হয় বিবাদ, আর এই বিবাদ পৌঁছে যায় সংঘর্ষে। আর এই সংঘর্ষ শুরু হয় গোলাগুলির মধ্যে দিয়ে। যার ফলে হতাহতের খবর পাওয়া গিয়েছে। যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তারা হলেন সমুন্দর, ঈশ্বর এবং গজেন্দ্র।
পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার কারণে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশি তদন্ত চলছে।