কলকাতা: মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ইডি (ED) । বুধবার ইডি কর্তারা একটি ট্রাঙ্কে করে চার্জশিট পেশ করে। নথিপত্র নিয়ে নগর দায়রা আদালতে হাজির হয়। ইডি সূত্রে খবর, ১৬০ পাতার চার্জশিটের সমর্থনে ট্রাঙ্কে প্রায় ছয় হাজার পাতার নথি রয়েছে। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চার্জশিটে মানিক ছাড়াও তাঁর স্ত্রী, ছেলে, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, চার্জশিটে অভিযুক্ত তালিকায় রয়েছে দু’টি সংস্থার নামও। প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১০ অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। গতকাল সেই গ্রেপ্তারির ৬০ দিন পূর্ণ হবে। আদালত ইডিকে বলেছিল, ৬০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হবে। তার আগে ৫৯তম দিনে চার্জশিট পেশ করেছে ইডি।
আরও পড়ুন : বারুইপুরে ২ যুবককে গুলি করে খুন! অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার