ফালাকাটা, ১৪ ফেব্রুয়ারিঃ ফালাকাটা ব্লকে বেসরকারি উদ্যোগে জাতীয় সড়কের চৌপথিতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৫তম জন্মজয়ন্তী পালিত হল। শুক্রবার কাজলী হল্টের সমতস বিদ্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। পরে পঞ্চানন বর্মার জীবনি নিয়েও আলোচনা করা হয় বলে জানান স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ রায়। অন্যদিকে, জটেশ্বর কলেজ মোড়ে মনীষীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালিত হল। একইভাবে দিনটি উদযাপন করে খগেনহাট পঞ্চানন স্মৃতি সমিতি।
মাঝআকাশে ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার
কুইবডো: মাঝআকাশে ভেঙে পড়ল কলম্বিয়ার সেনা হেলিকপ্টার। ঘটনায় চারজনের মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, কলম্বিয়ার কুইবডো শহরের জনবসতিপূর্ণ এলাকায় হেলিকপ্টারটি...
Read more