ডিজিটাল ডেস্ক: এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Arunoday Banerjee) ওরফে অভিনেতা রাহুল। বাম ঘনিষ্ঠ অভিনেতার অভিযোগ, নন্দন কার্যত বর্তমানে দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। প্রসঙ্গত জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘আকাশ অংশত মেঘলা’ ছবিটির নন্দনে জায়গা হয়নি। জানা গিয়েছে, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাহুল এবং রুদ্রনীল ঘোষ। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন দেবদূত ঘোষ, বাসবদত্তা চট্টোপাধ্যায়ের, দামিনী বেণী বসু সহ অন্যান্যরা। শুক্রবারে এই ছবি মুক্তি পেয়েছে। জানা যাচ্ছে, এই ছবির জন্য নন্দনে শো এর আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। আর তাই নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা রাহুল। তিনি জানান, যেহেতু ছবিতে তিনজন এমন অভিনেতা রয়েছে যারা বিরোধী রাজনীতি করে এবং এটি রাজনৈতিক ছবি, তাই আগে থেকেই ভয়ে নন্দন দেওয়া হয়নি। তবে রাহুল জানিয়েছেন, সিনেমাটি যথেষ্ট যত্ন সহকারে তৈরি করা হয়েছে। দর্শকদের দেখলে অবশ্যই ভালো লাগবে। তবে ‘আকাশ অংশত মেঘলা’ ছবিটি যে শুরুতেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়ল তা নিয়ে কোন সন্দেহ নেই।
‘দু য়ারে ভূত’ নামে রূদ্রনীলের সেই কবিতা
নাম না করে চিরাচরিত কায়দায় তৃণমূলের দিদির দূত কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে...
Read more