ফালাকাটা: ডিএলএড কোর্সের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল সোমবার। তবে ফালাকাটাতে (Falakata) এমন অভিযোগ সামনে না এলেও মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিল ফালাকাটা ব্লক প্রশাসন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে জেরক্স সেন্টার গুলিতে অভিযান চালালেন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার। তাঁর সঙ্গে ছিল শিক্ষা দপ্তর এবং পুলিশ প্রশাসন। ফালাকাটা শহরের ব্যাঙ্করোড়ে এদিন আচমকা অভিযান চালিয়ে বেশ কয়েকটি জেরক্সের দোকান বন্ধ করে দেন বিডিও। যে কয়দিন পরীক্ষা চলবে সেই দিনগুলোতে এলাকার জেরক্সের দোকান বন্ধ রাখারও নির্দেশ দেন বিডিও।
সুপ্রতীক মজুমদার বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছিল এই জেরক্সের সেন্টারগুলি থেকে উত্তর মাইক্রো জেরক্স করে পাঠানো হত। তা খুব সাবধানে পরীক্ষার্থীরা নিয়ে নকল করত। তাই এদিন শহরের নির্দিষ্ট কিছু জেরক্সের দোকানে অভিযান চালানো হয়। ওই সময় প্রচুর বইয়ের মাইক্রো জেরক্স পাওয়া যায়। তাই এদিন বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষার অন্য দিন গুলিতেও আমাদের নজরদারি থাকবে। ’
ফালাকাটার এসআই (প্রাথমিক) রাজা ভৌমিক বলেন, ‘পরীক্ষার রুমে কড়া ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রথম দিন বাইরে থেকে নকল সরবরাহের অভিযোগ পেয়েছিলাম। বিষয়টি ব্লক প্রশাসনকে জানাই। তারাই এদিন অভিযান চালান। তবে এদিন আমাদের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।’