জয়পুর: রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ (MiG-21) বিমান। শুক্রবার সন্ধ্যায় ঘটনায় প্রাণ হারান উইং কমান্ডার হরসিত সিনহা।
বায়ুসেনার টুইটে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ ওয়েস্ট সেক্টরে প্রশিক্ষণ চলাকালীন আইএএফের মিগ-২১ বিমানটি ভেঙে পড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আইএএফের তরফে উইং কমান্ডারের মৃত্যুর কথা জানানো হয়। ঘটনার পর জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ জানান, ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে।
প্রসঙ্গত, এই বছরই একাধিক মিগ-২১ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি কপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে। গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার কপ্টার ভেঙে পড়ে। সেখানে সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জন ছিলেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাওয়াত সহ বাকি সেনা আধিকারিকদের শেষকৃত্য হয়।
উদয়পুরের ঘটনার ভিডিও সহ এবার খুনের হুমকি পেলেন নবীন জিন্দাল
ডিজিটাল ডেস্ক : গতকাল উদয়পুরে হয়ে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড ঘিরে সারা ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, বিজেপি নেত্রী...
Read more