নয়াদিল্লি: বিশ্বভারতীতে গিয়ে রবীন্দ্রনাথের চেয়ারে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা! লোকসভায় এমনই অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি। তবে, প্রমাণ সহ অভিযোগ নাকোচ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শা। তিনি ছবি দেখিয়ে জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে তিনি বসেননি। বরং রাজীব গান্ধি, জওহরলাল নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে বসেছিলেন। প্রমান দিয়ে বিতর্কে ইতি টানলেন তিনি।
VC of Viswa Bharati writes to Adhir Ranjan Choudhary, clarifying that his claim on the floor of Parliament that HM used Tagore’s chair during his visit, is false and misleading…
Here Nehru can be seen on the actual desk of Tagore and Rajiv Gandhi enjoying tea on Tagore’s sofa! pic.twitter.com/doevifLs8g
— Amit Malviya (@amitmalviya) February 9, 2021
জানুয়ারি মাসের শেষ দিকে বীরভূম সফরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরই তা নিয়ে সোমবার লোকসভায় অভিযোগ তুলেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি। তাঁর অভিযোগ, অমিত শা রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেছিলেন। এভাবে তিনি নোবেলজয়ীকে অপমান করেছেন। এরপরই মঙ্গলবার অমিত শা বিশ্বভারতীর একটি চিঠি দিয়ে জানান, তিনি কবিগুরুর চেয়ারে বসেননি। জানালার ধারের একটি অংশতে বসেছিলেন। যেখানে সবাই বসতে পারে। পাশাপাশি পূর্বের কিছু ছবি তিনি তুলে ধরেছেন। যেখানে রাজীব গান্ধি কবিগুরুর সোফায় বসে চা খেয়েছিলেন। নেহেরু রবীন্দ্রনাথের নিজস্ব ডেস্কে বসেছিলেন। সমস্ত প্রমাণ দিয়ে তাঁদের একহাত নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।