বালুরঘাট: তৃণমূল থেকে কেউ নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়লে তাকে দলে স্থান দেওয়া হবে না। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের এমন ঘোষণার পরই বালুরঘাটের তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়ানো ঝুমুর বিশ্বাস নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ৯ নম্বর ওয়ার্ডের ঝুমুর বিশ্বাসকে বুধবার পার্টি অফিসে নিয়ে এসে তার প্রার্থী পদে না লড়ার কথা ঘোষণা করান শশী পাঁজা।
ঝুমুর বিশ্বাস লিখিত জানিয়েছেন, তিনি পার্টির হয়ে কাজ করতে চান। ৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেননি। কিন্তু এদিন তিনি নির্বাচন থেকে স্বেচ্ছায় সড়ে দাড়ানোর কথা ঘোষণা করেন। এবং ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পরিমল কৃষ্ণ সরকারের সমর্থনে প্রচার করবার কথাও বলেন। ওই নির্দল প্রার্থী তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতার মেয়ে বলে জানা গিয়েছে। নির্দলদের দাঁড় করানোর পেছনে যে সমস্ত নেতাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যে অভিযোগ জানাবেন বলেও মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন।
আরও পড়ুনঃ আসানসোলে স্কুলে প্রথম দিনেই উপচে পড়ল খুদে পড়ুয়াদের ভিড়