উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা। জোরদার টক্কর চলছে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে। ছোটপর্দার দর্শকদের মনোরঞ্জনের জন্য গল্পে নতুন নতুন মোড় আনছে সব ধারাবাহিকেই। তাই বদল এসেছে প্রায় সব ধারাবাহিকের নম্বরেই। তবে এই সপ্তাহেও অপরিবর্তীত রয়েছে ‘মিঠাই’-এর স্থান। ৪৭তম সপ্তাহেও সেরার শিরোপা উঠল মিঠাইয়ের মাথায়।
দেখে নেওয়া যাক কোন ধারাবাহিকে কত নম্বরে রয়েছে- প্রথম – মিঠাই (১১.১), দ্বিতীয় – খুকুমণি হোম ডেলিভারি (৮.৯), তৃতীয় – উমা (৮.৬), তৃতীয় – অপরাজিতা অপু (৮.৬), চতুর্থ – যমুনা ঢাকি (৮.৫), চতুর্থ – সর্বজয়া (৮.৫), পঞ্চম – ধুলোকণা (৭.৪), ষষ্ঠ – খেলাঘর (৭.৩), সপ্তম – শ্রীময়ী (৭.১), অষ্টম -মন ফাগুন (৭.০), নবম – খড়কুটো (৬.৯), দশম – বরণ (৬.৭), দশম – গঙ্গারাম (৬.৭), দশম – করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব (৬.৭), দশম – এই পথ যদি না শেষ হয় (৬.৭)।