শীতলকুচি: রবিবার বোরো ক্ষেতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বিজেপির এক বুথ সভাপতি। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের ২২৩ নম্বর বুথে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জগন্নাথ বর্মন (৬০) নামে ওই বিজেপি কর্মী বোরো ক্ষেতে জল দেওয়ার জন্য ইলেকট্রিক মোটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা হিসাবেই পরিচিত ছিলেন।
বিজেপির শীতলকুচি ২২৩ নম্বর বুথ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। বিজেপির সংশ্লিষ্ট মন্ডল সভাপতি কনক বর্মন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের কর্মী জগন্নাথ বর্মনের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। দলের পক্ষ থেকে তাঁর পরিবারকে সমবেদনা জানাই।’ শীতলকুচি থানার পুলিশ জানায়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার তদন্ত করছে শুরু করেছে পুলিশ।