ডিজিটাল ডেস্ক : সোমবার বিধানসভায় পেশ করা হয়েছিল আচার্য বিল। এবং খুব সহজেই সেই বিল পাস হয়ে গিয়েছে বিধানসভায়। কিন্তু প্রশ্ন উঠেছে, ভোটাভুটির সংখ্যা নিয়ে। দেখা যাচ্ছে, বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২ টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৪০ টি। অন্যদিকে বিজেপি বিধায়করা দাবি করতে থাকেন, উপস্থিত ৫৭ জন বিধায়কই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ১৭ টি ভোট কোথায় গেল? সে ক্ষেত্রে ভোটদানের পদ্ধতিগত ভুল নিয়েও আলোচনা হয়। অন্যদিকে মঙ্গলবার অধিবেশনের শুরুতেই স্পিকার জানিয়ে দেন, ভোটের ফলাফলে ভুল হয়েছিল। আসলে ভোটের ফলাফল ১৬৭/৫৫। বোঝাই যাচ্ছে হারিয়ে যাওয়া বিজেপির ১৭ টি ভোট ফিরে এসেছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) এই ভুল খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে।
আরও পড়ুন : আচার্য বিলের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, শুরু তীব্র বিতর্ক