উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রে আরও আগামী ৩০ থেকে ৪০ বছর রাজত্ব করবে বিজেপি। হায়দরাবাদে (Hyderabad) হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)।এই বৈঠকে তিনি জোর গলায় বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত এখন বিশ্বের একটি গুরুত্পূর্ণ জায়গায় চলে গিয়েছে। ভারতকে তিনি ‘বিশ্বগুরু’ বলে সম্বোধন করেছেন।
হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনসন সেন্টারে শনিবার থেকে শুরু হয়েছে বিজেপির দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। শনিবার বিকালে সেখানে জাতীয় কর্মসমিতির তরফে খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করেছেন দলের সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মতো প্রথম সারির নেতারা। কর্মসমিতির বৈঠকের শেষদিনে রাজনৈতিক প্রস্তাব পেশ করেছেন অমিত শাহ। সেখানে বলা হয়েছে, বিজেপির আমলে গণতান্ত্রিক সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। ভোটের পর ভোট কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা নেতিবাচক রাজনীতিকে হাতিয়ার করেছে। সেই সময় বিজেপি ইতিবাচক রাজনীতিতে জোর দিয়েছে। মহারাষ্ট্র প্রমাণ করল বিজেপি ক্ষমতার জন্য লালায়িত নয়। উন্নয়নের উপর জোর দিয়ে পলিটিক্স অফ পারফরম্যান্স বিজেপির লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে খসড়ায়। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সারা দেশে বিজেপির বিজয়রথ চলছে। কংগ্রেস-সহ বেশিরভাগ বিরোধী দল পরিবারতন্ত্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পরিবার তন্ত্র রাজনীতি, বর্ণবাদ, তুষ্টির রাজিনীতি দেশের জন্য সবচেয়ে বড় পাপ এবং দূর্ভোগের কারণ বলেই মন্তব্য করেছেন অমিত শাহ।
বৈঠকের দ্বিতীয় দিনে সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন তিনি বলেন, যেভাবে দেশ এগোচ্ছে তাতে আগামী ৩০ থেকে ৪০ বছর দেশে রাজত্ব করবে বিজেপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত এখন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে গিয়েছে। বিশ্বের তাবড়তাবড় দেশ ভারতের কাছ থেকে এখন অনেক কিছু প্রত্যাশা করে। ভারতের বিদেশনীতি, পরিবেশ থেকে সন্ত্রাসবাদ, সবক্ষেত্রেই ভারতের মতামত আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। বিজেপির মাস্টারমাইন্ড নামে পরিচিত অমিত শাহ সভাপতিত্বে বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতা দখল করেছিল বিজেপি। পাশাপাশি পরপর দুটি লোকসভা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ২০০২ সালের গুজরাট দাঙ্গা মামলায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করার জন্য বিরোধী দলগুলির নিন্দাও করেছেন অমিত শাহ।
শাহের বক্তৃতা প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে, দলের প্রবীণ শীর্ষ নেতারা একাধিক নির্বাচনে বিজেপির জয়ের কথা উল্লেখ করেছেন। আসলে এটি দলের “উন্নয়ন ও কর্মক্ষমতার রাজনীতি”।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রের নতুন স্পিকার বিজেপি বিধায়ক রাহুল নারভেকার