কলকাতা: টিটাগড় থানার পলতা বাবনপুরে গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রজেক্টের ভিতর থেকে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমাপ্ত ওই গঙ্গা অ্যাকশন প্ল্যান এলাকার পুকুরের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ। বছর ১৭’র মৃত ছাত্রের নাম শ্রীদীপ সমাদ্দার।
মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মৃতের মা মণিমালা সমাদ্দার বলেন, রাতেই সাড়ে তিনলক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন তাঁর কাছে আসে।
২৪ তারিখ শুক্রবার সকালে ওই ছাত্রের চটি ও মাস্ক গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের কাছে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এদিক ওদিক খোঁজ করেও তার কোনও হদিস করে উঠতে পারেনি। পরের দিন বিকেলে শ্রীদীপদের মৃতদেহ উদ্ধার হয় গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রজেক্টের জঙ্গলের ভিতর থেকে।
বিজেপির সাংসদ অর্জুন সিং মৃত ছাত্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের বিরুদ্ধে নজরদারি না চালানোর অভিযোগ জানিয়েছে স্থানীয়রা। যদিও ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানা পুলিশ। কোথা থেকে মুক্তিপণের ফোনটি এসেছিল সেই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিসের টিম। মুক্তিপণ না পেয়ে খুন, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সেটাও পুলিশ খতিয়ে দেখছে।
সাকেত মামলায় রাহুল ঘনিষ্ঠকে জেরা ইডির
নয়াদিল্লি: জেলবন্দি সাকেত গোখলের মামলায় এল নয়া মোড়। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলের বিরুদ্ধে আনা আর্থিক তছরুপের অভিযোগে এবার শীর্ষ...
Read more