ডিজিটাল ডেস্ক: বন্ধ দোকানের ভেতর থেকে মিলল যুবকের মৃতদেহ। কিন্তু বন্ধ দোকানের ভিতর মৃতদেহ রয়েছে, তা কি করে জানলেন মৃত যুবকের মা? এলাকাবাসীদের এই প্রশ্নের মুখে কার্যত ভেঙে পড়েন মৃত যুবকের মা। এবং তারপরেই এলাকাবাসীর কাছে পরিষ্কার হয়ে যায় ঘটনা। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে মৃত যুবকের বাবা মায়ের বিরুদ্ধে। সোমবার সকালে গোবর্ধনপুর কোস্টাল থানার সখেরবাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে উদ্ধার হয় শুভময় মাইতি নামের এক যুবকের ঝুলন্ত দেহ। পাশাপাশি ওই যুবকের মা এবং বাবাকে উত্তেজিত জনতা মারধর করে বলে শোনা গিয়েছে। খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছাতেই পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে পুলিশ ওই যুবকের বাবা-মাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।
আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন তৃণমূল কর্মীরাই, তীব্র চাঞ্চল্য