কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই জোরকদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রত্যেক প্রার্থী। তারকা প্রার্থীরা নিজেদের বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচারে পা মেলাচ্ছেন। বাঁকুড়ার তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।

রবিবারে বাঁকুড়ায় পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রচারের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি। পাশাপাশি অনুরাগীদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। মানুষের পাশে থাকার আশ্বাস দেন। ছবির পাশাপাশি প্রচারের নিজের অভিজ্ঞতাও লেখন অভিনেত্রী।
- Advertisement -
