ডিজিটাল ডেস্ক: পুরভোট যত কাছে আসছে, রাজ্যে ততই বিতর্ক বাড়ছে। কিছুদিন আগেই নির্বাচন কমিশন গত পুরসভা নির্বাচনের খরচের আয়-ব্যয় হিসাব না দেওয়ার জন্য দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে একাধিক প্রার্থীর নাম বাতিল করে। কিন্তু দেখা যাচ্ছে, কমিশনের বাতিল হওয়া প্রার্থীর নাম জায়গা পেয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। আর তাই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। সোমবার রাতে তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। এবং কমিশন থেকে বাতিল হওয়া প্রার্থী রুমা জানার নাম ঘোষণা করেন তমলুকের জেলা বিজেপি সভাপতি। কার্যত এবার রাজ্য নির্বাচন কমিশন থেকে একাধিক প্রার্থীর নাম বাতিল করা হয়। পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পৌরসভার ৬১ জন এবং এগরা পুরসভার একজন যারা গতবারের প্রার্থী ছিলেন, তাঁরা এবার ভোটে দাঁড়াতে পারবেন না বলে জানানো হয়। অন্যদিকে কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সেক্ষেত্রে বিজেপির বাতিল প্রার্থীর নাম ঘোষণা কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছে।
আরও পড়ুন : স্বামী-স্ত্রীর ঝগড়ায় চলল গুলি, মৃত্যু কলেজ ছাত্রীর