ডিজিটাল ডেস্ক : খেলা দেখতে গিয়ে ঘটে গেল বিপত্তি। বুধবার দুপুরে ইডেনে(Eden) ম্যাচ দেখতে যাচ্ছিলেন মধু লোহিয়া নামে এক বৃদ্ধা। সঙ্গে ছিল তাঁর ছোট নাতি। গাড়ি চালাচ্ছিলেন সত্যেন্দ্র রায় নামে আরেক প্রৌঢ়। জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের দিকে যাবার সময় হঠাৎই তাঁদের গাড়ি এক জায়গা থেকে ইউ টার্ন নিতে যায় নিয়মবিরুদ্ধভাবে। যথারীতি পেছনে আসা অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণ রাখতে না পেরে সরাসরি ধাক্কা মারে সামনের গাড়িটিকে। দুটি গাড়ির আরোহীরাই আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইডেনমুখী গাড়ির চালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এসে আহতদের প্রত্যেককেই এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে পাঠায়। পরে অবশ্য দুজনকে তাঁদের পরিবারের লোকেরা এসে নিয়ে যায়। অন্যদিকে এভাবে ট্রাফিক বিধি ভাঙায় অভিযুক্ত চালকের জন্য কি শাস্তি অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।
প্রবল ঝড়ে উড়ে গেল ইডেনের কভার, বাতিল লখনউ সুপার জায়ান্টসের প্র্যাক্টিস
প্রবল ঝড়ে উড়ে গেল ইডেনের কভার, বাতিল লখনউ সুপার জায়ান্টসের প্র্যাক্টিস। প্লে-অফ ম্যাচ ঘিরে শঙ্কা
Read more