ডিজিটাল ডেস্ক : কুণাল ঘোষের(Kunal Ghosh) বিরুদ্ধে এবার ভিন রাজ্যে মামলা। জানা গিয়েছে, ত্রিপুরা পুলিশ তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে। সূত্রের খবর, আগরতলায় পুরভোটের প্রচারে গিয়ে ধর্মীয় বিতর্কিত মন্তব্য করায় কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা হয়েছে। আগামী ৩০ শে মে কুণাল ঘোষকে ত্রিপুরার অমরপুরের আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করা হয়েছে। আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে শনিবার কুণাল ঘোষ জানিয়েছেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র। তিনি আরও জানিয়েছেন, সব ঠিক থাকলে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন আদালতে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
আরও পড়ুন : দিল্লি অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে কেজরিওয়াল, আর্থিক সাহায্য ঘোষণা