ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে তাঁর বিরুদ্ধে সরকারের তরফ থেকে কী কী মিথ্যা মামলা হয়েছে, সে সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঙ্গলবার বিধানসভার প্রেস কর্ণারে। আর তাই নিয়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই ব্যাপক গুঞ্জন। প্রসঙ্গত, গত মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা একটি বই প্রকাশ করেন। যেখানে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় মিথ্যা মামলার কথা লেখা রয়েছে। কিন্তু এই বই নিয়ে শুরু হয়ে গিয়েছে দলের আভ্যন্তরীণ বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, দলের সবার বিরুদ্ধেই মামলা হচ্ছে।
সেক্ষেত্রে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর মামলা সংক্রান্ত বই ছাপা হবে কেন? এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বুধবার জানিয়েছেন, তাঁর নামেও কিন্তু একের পর এক মিথ্যা মামলা রয়েছে। কিন্তু সেসব বই আকারে ছাপানোর কোন পরিকল্পনা তাঁর নেই। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন গোটা রাজ্যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হয়ে চলা মিথ্যা মামলা নিয়ে। তিনি বলেন,”বিধানসভা ভোটের আগে আমাদের ৩০ হাজার মামলা লড়তে হচ্ছিল দলগত ভাবে। সেই সংখ্যাটা এখন বেড়ে ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। কোনওদিন হয়তো সে সব মামলার তালিকা তুলে ধরে বই ছাপা হতে পারে।” একইসাথে তিনি জানিয়েছেন, দলীয় কর্মীদের হয়ে আইনি লড়াইয়ে তাঁদের পাশে থাকাই তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
একইভাবে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও বার্তা দিয়েছেন। রাজনীতি করতে গেলে মামলা মোকদ্দমা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কতগুলি মামলা চলছে, তা গুনতে হলে আইনজীবীদের সঙ্গে নিয়ে বসতে হবে। তা ছাড়া, বিধানসভা ভোটের পর থেকে নয়, গত ছ’বছর ধরে আমার বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা রুজু হচ্ছে। বাংলায় রাজনীতি করতে গেলে এ সব ধরে নিয়েই করতে হবে। ফলে শুধু নিজের আইনি লড়াই নিয়ে বই ছাপানোর প্রশ্ন নেই।’ সুকান্ত বা দিলীপের মন্তব্যের পর শুভেন্দুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুভেন্দুর বই ছাপানো নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে ব্যাপক চর্চা।