ডিজিটাল ডেস্কঃ নিত্যদিনের মূল্যবৃদ্ধির চাপে যখন হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, ঠিক সেসময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। জানা গেছে, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারীদের ডিএ ৩% হারে বৃদ্ধি করা হবে। এবং এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৩১% থেকে বেড়ে দাঁড়াবে ৩৪% এ। প্রধানমন্ত্রীর(Prime Minister) নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কার্যত মনে করা হচ্ছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে বেতন বাড়বে অন্তত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। একইসাথে পেনশন বাড়বে অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও। জানা গিয়েছে, ২০২২ সালের পয়লা জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর হবে। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি সরকারি কর্মচারীরা।
আরও পড়ুনঃ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের