ডিজিটাল ডেস্ক : আজকে ৩ দিনের জন্য জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে করেছেন প্রশাসনিক বৈঠক। আর সেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ উগরে দিলেন পূর্ত দপ্তরের ওপর। প্রসঙ্গত মেদিনীপুর শহরে বর্ণপরিচয় গেট এবং বীরসিংহ গেট এখনও কেন হয়নি বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আর তারই উত্তর দিতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানান, একটি কমিউনিটি হল ও দুটি গেটের জন্য পূর্ত দপ্তর ৩২ কোটি টাকা খরচ ধার্য করেছে। আর তাই শুনে বিস্ময় প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত পূর্ত দপ্তরের অত্যাধিক চাহিদা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একইসাথে পূর্ত দপ্তর কি প্রজেক্ট রিপোর্ট পাঠিয়েছে তা মুখ্যমন্ত্রী নিজে দেখতে চান। খুব স্বাভাবিকভাবেই পূর্ত দপ্তরের ওপর মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন : তৃণমূল নেত্রী থেকে স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা- হাঁকিয়ে ফেললেন ঝাঁ-চকচকে বাড়ি