আগরতলা: করোনার কোপে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বুধবার মুখমন্ত্রী নিজেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান টুইটারে। তবে, তিনি আপাতত সুস্থ এবং হোম আইসোলেশনে রয়েছেন।
I have been tested positive for Covid-19. I have isolated myself at home as per the advice of doctors.
I request everyone to please follow all the covid appropriate behaviour and stay safe.
— Biplab Kumar Deb (@BjpBiplab) April 7, 2021
- Advertisement -
বিপ্লব দেব টুইটে লেখেন, ‘আমার করোনা ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুসারে আপাতত হোম আইসোলেশনে রয়েছি। সবাইকে অনুরোধ করছি কোভিডবিধি মেনে চলুন এবং সাবধান থাকুন।