শামুকতলা, ১২ ফেব্রুয়ারি: বুধবার আলিপুরদূয়ার ২ ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের তুরতুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশু উৎসবের আয়োজন করা হয়। সুসংহত শিশু বিকাশ বিভাগের উদ্যোগে আয়োজিত ওই উৎসবকে ঘিরে শিশুরা তো বটেই, বেজায় খুশি মায়েরাও। বলা বাহুল্য, শিশু উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এলাকাজুড়ে।
তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মায়েরা এদিন উৎসবে অংশ নেয়। উৎসবকে ঘিরে নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক নাটক পরিবেশন করে কচিকাঁচারা। এছাড়া ‘যেমন খুশি, তেমন সাজো’ সহ নানা ধরণের প্রতিযোগিতামূলক খেলাধুলায় শিশুদের উৎসাহ ছিল তুঙ্গে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুসংহত শিশু বিকাশ বিভাগের জেলা প্রজেক্ট অফিসার শরৎকুমার ঘোষ, সিডিপিও প্রণয় দে প্রমুখ।
সংসদে অশালীন মন্তব্যের জন্য মহুয়াকে সতর্ক করলেন স্পিকার
প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সংসদে অশালীন এবং আপত্তিকর শব্দ উচ্চারণের জন্য তৃণমূল সাংসদ মহুয়া মিত্রকে সতর্ক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।...
Read more